ভন্ডামী, ধান্দাবাজী, আর পেটপুজারিতে ইসলামকে কুলশিত করছে একদল নামধারী পীর। প্রতি বৎসরই উরসের নামে আসর বসায় মদ,গাজা,আর জোয়ার। ইসলামের নাম বিক্রি করে, যুবকদের আসক্ত করছে,ইয়াবে ফেনসিডিল সহ বিভিন্ন নেশাদ্রব্যে। এমনই এক ভন্ড মাঝার অবস্থিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য পুমদি ইউনিয়নে অবস্থিত ভন্ড আহম্মদ ফকীরের মাঝার। যাকে কেন্দ্র করে প্রতি বছরই আয়োজন করা হয় জাঁকজমক পূর্ণ মেলার। যেখান বাদ পরে না মদ, গাজা, জোয়া, ণারী ভোগ সহ কোন কিছুরই। কথিত উরস এর নামে ভন্ডামী ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে পুমদী সংলগ্ন রামপুরে সচেতন উলামাদের উদ্যোগে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মাওলানা আবদুল বাছীর সাদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাহেরা গোলপুকুরপাড় আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম মামুন, আব্দুল্লাহ ইবনে আবুবকর (রা.) মাদরাসার মুহতামিম মাওলানা সাইয়েদ সিরাজুল হুদা, হাসান রাবেয়া (রা.) মাদরাসার মুহতামিম মাওলানা কারিমুল্লাহ, মাওলানা আবুল কাশেম জুয়েল, মাওলানা আবুল কালাম ফারুকী, মাওলানা নাজমুল হাসান ফয়সাল, মাওলানা রফিকুল ইসলাম, আবুল ফাতাহ মো. নূরুল্লাহ, মাওলানা এমদাদুল হক, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মোতাসিন বিল্লাহ প্রমুখ। এবং উক্ত সমাবেশ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রেরন করা হয়।