বুধবার ( ১৭ জুলাই ) সকাল সাড়ে ১১ টার দিকে মুক্তিযোদ্বা চত্বরে সম্মিলিত বীরমুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্বা সন্তান কমান্ড এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা পৌর কমান্ডের কমান্ডার আবুল হাশেমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল এর সঞ্চালনায়

চলমান কোটা বাতিল আন্দোলনের নামে জাতীয় পতাকার অবমাননা,বীর মুক্তিযোদ্বা,মহান মুক্তিযুদ্ধ ও মাননীয় প্রধানমন্ত্রী,র বক্তব্যের মিথ্যাচারের বিরুদ্ধে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন করা হয়েছে।

বুধবার ( ১৭ জুলাই )  সকাল সাড়ে ১১ টার দিকে মুক্তিযোদ্বা চত্বরে সম্মিলিত বীরমুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্বা সন্তান কমান্ড এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা পৌর কমান্ডের কমান্ডার আবুল হাশেমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল এর সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমান্ডের সাবেক কমান্ডার রইস উদ্দিন। সভায় বক্তরা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাজী রেখে সর্বস্ব দিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলাম,বাঁচবো না মরবো তা কখনো ভাবিনি। ভেবেছি নিজের দেশকে শত্রু মুক্ত করতে হবে। নিজের স্বাধীনতা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য যে পতাকা ছিনিয়ে এনেছি তার অবমাননা নিজ চোখে দেখার জন্য হয়তো বেঁচে আছি। তাই নতুন প্রজম্ম যারা আজ কোটা নিয়ে আন্দোলন করছে,তাদের কে স্পষ্ট বলে দিতে চাই

 মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিশ্বে পরিচিতি হওয়ার প্রতিক জাতীয় পতাকা নিয়ে অবমাননা আমরা বেঁচে থাকতে তা হতে দিবো না। কোটা নিয়ে আন্দোলন জামায়াত বিএনপির রাজনৈতিক অপকৌশল, দেশের সাধারন শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। অন্যথায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্বার সন্তানরা দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা তৈরি করার অপরাধে দাঁত ভাঙা জবাব দেবে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলার সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা ডাঃ হানিফ মজুমদার,

 বীর মুক্তিযোদ্ধা আবদুল মুনাফ,বীরমুক্তিযোদ্ধা মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধার ও উপজেলা যুবলীগনেতা জহিরুল ইসলাম খন্দকার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সভাপতি হাসানুল ইসলাম মুক্তিযোদ্ধার সন্তান আবদুল হালিম প্রমুখ।