পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ফ্রান্স প্রবাসী মহিবুল হাসান শোয়েব খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে,তার বাড়ি হচ্ছে মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে। তিনি তার সপরিবারে ফ্রান্সে বসবাস করে, তার বৃদ্ধ মা বাড়িতে থাকেন। গত ২৮-১০-২০২৪ ইংরেজি রাত ২ ঘটিকার সময় এই ডাকাতির ঘটনা ঘটে। নগদ অর্থসহ ২৫ লক্ষ টাকার স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ।মির্জাগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় পরিদর্শনে পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সদর) মোঃ সাজেদুল ইসলাম সজল এবং মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ দীর্ঘ দিন তদন্ত সাপেক্ষে দুইজনকে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানা পুলিশ এবং তাদেরকে মির্জাগঞ্জ আদালতে হাজির করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়।