প্রায় বিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলন।

প্রায় বিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ২ জুলাই বুধবার সকাল ১০টায় পটুয়াখালী ব্যয়ামাগার মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পটুয়াখালী জেলা শাখার এই ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি'র সহ দপ্তর সম্পাদক মুনীর হোসেন, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এ সম্মেলন উপলক্ষে পটুয়াখালী জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা বিএনপি'র সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ পদ পেতে আগ্রহী প্রার্থীদের ব্যানার, পোস্টার ও তোরণে সেজেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, রাস্তাসহ বিভিন্ন রাস্তার মোড়। জেলার বিভিন্ন উপজেলার কর্মীদের সমর্থন পেতে পদ প্রত্যাশীরা জনসংযোগ ও শোডাউন করে যাচ্ছেন। তবে তৃণমূলের নেতা-কর্মীদের প্রত্যাশা, বিগত দিনে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে, দেশনেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনের লড়াই-সংগ্রাম করেছেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের পাশে থেকেছেন এমন নেতাদেরকে জেলার শীর্ষ নেতৃত্ব আসবেন। জানা গেছে, এ সম্মেলনে জেলা বিএনপি'র আহবায়ক কমিটির ৩০ জনসহ ৮ টি উপজেলার প্রায় ১৪০০ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিনটি শীর্ষ পদে এক ডজন প্রার্থীর নাম নেতা-কর্মীদের মুখে শোনা যাচ্ছে । এ তিনটি পদের মধ্যে সভাপতি পদে যাদের নাম উঠেছে, তারা হলেন বর্তমান বিএনপি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না মিয়া। সাধারন সম্পাদক পদে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি এ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সদস্য মো. দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মোহসীন উদ্দীন, জেলা বিএনপির সদস্য জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও সাধারন সম্পাদক এ্যাড. তৌফিক আলী খান কবির। সাংগঠনিক সম্পাদক পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন, জেলা বিএনপির সদস্য জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ মো. বশির উদ্দিন সিকদার, জেলা মৎস্য দলের সভাপতি ভিপি শাহীন ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মাকসুদুর রহমান মাকসুদ।