প্রেমে ব্যর্থ হয়ে যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩
জনের ওপর এসিড নিক্ষেপ করেছে এক যুবক। দগ্ধ ৩জনকে গুরুতর আহত অবস্থায়
যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান
করায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় এ
এসিড হামলার ঘটনা ঘটিয়েছে।
আহতরা হলেন ওই এলাকার জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে
ইয়ানূর রহমান (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।
আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গদখালীর মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের
কর্মচারী জসিম দীর্ঘদিন ধরে রিপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা
তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে জসিম ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর বৃহস্পতিবার
রাত ৯টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে রিপা
খাতুন, তার ভাই ইয়ানূর রহমান ও মা রাহেলা বেগম দগ্ধ হন। পরে স্থানীয়রা ও
পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা এসিডদগ্ধদের যশোর জেনারেল হাসপাতালে
স্থানান্তর করেন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ জানান, এসিডে
শিশু ইয়ানূরের পা-সহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা
আশঙ্কাজনক। এছাড়া, তার মা ও বোনের শরীরের আংশিক অংশ দগ্ধ হয়েছে। তাদের
নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, এসিড নিক্ষেপকারী জসিমকে
গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ
দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে মামলা গ্রহণ করা হবে।