বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ তরিকুল ইসলাম (২৭) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার বারাশিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ তরিকুল ইসলাম ফকিরহাট সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তরিকুল। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানভীর মাহমুদ অনিক বলেন, “রাত ১১টার দিকে তরিকুল ইসলামকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তিনি আগেই মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার খবর আমাদের কাছে এখনও পৌঁছেনি।’