বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-ওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’-এ সংঘটিত ডাকাতির ঘটনায় কোটি টাকার লুণ্ঠিত মালপত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৯ জুলাই) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ঘটনার ৪ দিনের মধ্যে দক্ষ তদন্ত ও অভিযান পরিচালনার মাধ্যমে এই সফলতা অর্জন করা হয়েছে।
কী ঘটেছিল সেদিন?
গত শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ১৫ থেকে ২০ জনের মুখোশধারী একদল ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কারখানায় প্রবেশ করে। নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে তারা গুদাম থেকে প্রায় ১৫ টন অ্যালুমিনিয়াম বার, আড়াই টন তামার তার ও ১ টন বৈদ্যুতিক তার লুট করে দুটি ট্রাকে করে পালিয়ে যায়। এই মালামাল প্রতিষ্ঠানটির কাঁচামাল হিসেবে সংরক্ষিত ছিল।
হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল ভয় দেখিয়ে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মালামাল লুট করে। ঘটনার পর থেকেই প্রশাসন দ্রুত তদন্ত শুরু করে।
চৌকস পুলিশের সাফল্য:
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল রাজ্জাক মীর এর নেতৃত্বে এসআই মানিক রাজবংশী, এসআই মেহেদী হাসান মিশন ও কনস্টেবল সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত ফকিরহাট থানার বিশেষ টিম অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
পুলিশের বক্তব্য:
পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, “পুলিশের চৌকস টিমের নিরলস প্রচেষ্টায় ডাকাত চক্রের ৯ জন সদস্যকে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এলাকাবাসীর প্রতিক্রিয়া:
এ ঘটনায় এলাকাবাসী পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও সাফল্যের প্রশংসা করেছেন।