ফটিকছড়ি পৌরসভায় একই দিনে পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৫ মার্চ) ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর প্রতীক) এর রূহের মাগফেরাত কামনা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গলকামনা করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরের সৌজন্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অন্যদিকে, ফটিকছড়ি জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি পৌরসভার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এটি প্রথমবারের মতো সেখানে অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এতে স্থানীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

একই দিনে পৃথক দুই দলের ইফতার মাহফিলকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ইফতার মাহফিলগুলোতে আগত অতিথিরা মাহে রমজানের পবিত্রতা ও সংযমের শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।