গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বন্যার আশঙ্কায় ভুগছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দারা। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এরই মধ্যে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গত বছরের বিভীষিকাময় স্মৃতিকে উসকে দিচ্ছে।


ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী জন সাধারণকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, হালদা নদীর পা‌নি নারায়নহাট প‌য়ে‌ন্টে বিপদসীমার ২৪ সে‌:মি: উপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। অন‌্য প‌য়েন্টগু‌লোর পা‌নি বৃ‌দ্ধি পা‌চ্ছে, তবে এখনও বিপদসীমার নি‌চে র‌য়ে‌ছে। 


সুয়াবিলের স্থানীয় কৃষক মোঃ সোহেল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতিতে সুয়াবিল নাছির মোহাম্মদ ঘাট এলাকার প্রায় ৫০টি পরিবার দুর্বল বাঁধের কারণে চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে তাদের বাড়িঘর ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের মালি পাড়া অংশেও হালদার বাঁধ যেকোনো মুহূর্তে ভেঙে বড় ধরনের বন্যার সৃষ্টি করতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ঝন্টু ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "অনেক সময় সরকারের পক্ষ থেকে জিও ব্যাগসহ বাঁধ রক্ষায় যে ব্যবস্থা নেওয়া হয়, তা পর্যাপ্ত হয় না। ফলে সামান্য বৃষ্টিতেই আমাদের দুর্ভোগ পোহাতে হয়।"


এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনও এই অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফটিকছড়ি জুড়ে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।