চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীর উপর নির্মিত ধানুয়া-গাজীপুর ব্রীজটির সংযোগ সড়ক ভেঙ্গে মরণ ফাঁদ হিসেবে রূপ নিয়েছে। আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে কোরবানীর পশুর হাট ও যানবাহনের বাড়তি চাপে এই ভাঙ্গন বেড়ে সেতু থেকে সড়ক আলাদা হয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। সড়কটি দ্রুত সংস্কার না করা হলে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয়রা। এ বিষয়ে কর্তৃপক্ষ অদ্যাবধি জরুরী কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ডাকাতিয়া নদীতে অবৈধ ড্রেজিং ও অপরিকল্পিত মাছ চাষের কারণে ব্রীজের পাশের মাটি সরে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, ধানুয়া-গাজীপুর ব্রীজটির সড়কে ধসের কথা জেনেছি। আমরা দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণ করবো।