ফরিদপুরের গাজীরটেকের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বায়োগ্যাসের 5 দিনব্যাপী প্রশিক্ষণ ২২মে বিকেল তিন ঘণ্টিকায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করে। 
ফরিদপুরের গাজীরটেকের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সম্মিলিত ব্যবস্থাপনা  ও বায়োগ্যাস প্লান্টিনেশন কার্যক্রমের  সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা যুব উন্নয়ন অফিসার সেলিম খান। 
দেখা গেছে, দক্ষিণ চর সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪০জন যুবক যুবতীদের নিয়ে  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান ৫ দিন ব্যাপী  সম্মিলিত ব্যবস্থাপনা  ও বায়োগ্যাস প্লান্টিনেশনের ৪০জন যুবক যুবতীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন,উপজেলা যুব উন্নয়ন অফিসার সেলিম খান, ফরিদপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের এডিট এন্ড মার্কেটিং অফিসার রিমন মিয়া , মানবাধিকার কর্মী ও বাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা। চরভদ্রাসন উপজেলা  উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সম্মিলিত ব্যবস্থাপনা  ও বায়োগ্যাস প্লান্টিনেশনে ৪০ জন যুবক যুবতীদের   একটি করে ব্যাগ,খাতা , কলম ওখাবার বিতরণ করে। দু'ঘণ্টা ব্যাপী ৪০জন যুবক যুবতীদের বায়োগ্যাস সংক্রান্ত বিশদ আলোচনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হেলেনা বেগম ওমোঃ হোসেন মিয়া। 
এলাকাবাসী সুশীল সমাজ যুব উন্নয়ন অধিদপ্তরের  এমন মহতি কাজে সাধুবাদ জানিয়েছে।