ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়উপজেলা প্রশাসনওস্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর উদ্যোগে ভুবনেশ্বর নদটিতে কচুরিপানা পরিষ্কারের মহতী উদ্যোগে ২৩মে সকাল ৯ঘটিকা থেকে দিন ব্যাপী ১৩০০শতাধিক লোক নিয়োজিত ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে পরিস্কারের উদ্বেগ নিয়েছে। দেখা গেছে, ভুবনেশ্বর খালটি পরিষ্কারেরপুনরুদ্ধারের ৩২ টি টিমের মাধ্যমে বিভক্ত হয়ে প্রত্যেকটি টিমে ৫০/ ৬০ জন ছাত্র ছাত্রীদের নিয়েস্বেচ্ছাসেবী ভলান্টিয়ারদের নিয়েএ পরিষ্কারের মহতী উদ্যাগ নিয়েছে।পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অসুস্থ হলে স্বাস্থ্য সেবা কাজে তার সেবার জন্য এতে রয়েছে চারটি মেডিকেল টিম ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা টিমের তদারকি করছে।উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা মানবিক ডাক্তার হাফিজুর রহমানের নির্দেশে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দেবাশীষ পাকুরিয়া মেডিকেল টিম সর্বদা সজাগ রয়েছে । উপজেলা প্রশাসন, আগতবিডি ক্লিনং পরিচ্ছন্ন কর্মী মেহমানদের সকালে দুপুরে খাবার ব্যবস্থা করছে। দেখা গেছে, বিভিন্ন ছাত্র ছাত্রীরা বিভিন্ন স্পটে বিভক্ত হয়ে নিজেদের অক্লান্তর শারীরিক মেধার শ্রমকে সর্বশক্তি দিয়ে নিজেদের উদ্যোগে নিজেদের নদীকে রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে । ভুবনেশ্বর নদীটি ২০০৮ সালে ভুবনেশ্বর খালে পরিনত হয়েছে। দুই ধারে দখলদারের অধিপাত্ত বিস্তার করেই চলেছে। একদিকে বাজারের ময়লা আবর্জনা ও বাজারে দখলদারের রাজত্বে ভুবনেশ্বর নদীটি মরা খালে পরিণত হয়েছে। প্রশাসনের ময়লা আবর্জনা ফেলার তদারকির অভাব রয়েছে। উপজেলার ভুবেন্বশ্বর নদী আবহাওমান কাল ধরে ছোট বড় নৌকা চলাচল, এলাকাবাসীর মাছের অভাব পূরন, সেচকার্য ও কৃষি জমির উর্বরতায় অবদান ছিল । এ নদ থেকেই বর্ষকালে গ্রামাঞ্চরের খালবিল, পুকুর, হাওর, এবং মৎস্য প্রজাতী বিচরণ করতো। এছাড়া বর্ষাকালে বিনোদনের কেন্দ্রবিন্দু হিসেবে নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগীতা সহ নানা উৎসবে মেতে উঠতো গ্রামবাসী। কালের বিবর্তনে পলি মাটি পড়ে নদটির নাব্যতা হারাতে থাকে। একই সাথে বর্ষার স্রোতে কোপে কচুরীপানা ও তৃণলাদি ভেসে এসে গহীন জঙ্গলাকীর্ণ জলাশয়ে রূপ নেয় নদটি। ফলে উপজেলা সদরের মধ্য দিয়ে প্রবাহিত একামাত্র নদটি পরিস্কার ও সংস্কারের অভাবে এবং দখল আর দুষনে কোনো সুফল পাচ্ছিল না এলাকাবাসী। শুধু ময়লা আবর্জনা ফেলে মশা, মাছি ও সর্প বিচরণ করে জঙ্গলাকীর্ণ নদটি জনস্বাস্থ্য হুমকীর অন্যতম কারন হয়ে দাড়িয়েছিল। এ নদী পরিচ্ছন্ন অভিযানের প্রধান অতিথি অতিরিক্ত সচিব মো: ফজলুর রহমান বলেন,“আজ আমার কাছে খুবই ভালো রাগছে যে, দীর্ঘকাল পর এ ভুবেন্বশ্বর নদ তার জীবন ফিরে পেতে যাচ্ছে। নদটির প্রবাহ চালু হলে এ এলাকার কৃষি, মৎস্য অর্থনীতি ও মানুষের জীবন মান পাল্টে যাবে। তাই এ নদীটি রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের বলে তিনি জানান”। চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন,“উপজেলার ভুবনেশ্বর নদটি কচুরীপানা ময়লা আবর্জনায় মৃত প্রায় অবস্থায় পরেছিল। বিষয়টি এলাকার তরুণ সমাজ আমাকে জানানোর পর নদটি পরিষ্কারের উদ্যোগ নেই। তিনি নদটি রক্ষার জন্য সকলকে দায়ত্বশীল হওয়ার আহবান জানান”।