ফরিদপুরে চরভদ্রাসনের গাজিরটেকের কানাইরটেক মোড় নামক স্থানে অবৈধ ভাবে ফসলি জমি আকার পরিবর্তন করায় দায়ে চরভদ্রাসনউপজেলা সহকারী কমিশনার নিশাত ফারবি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পঁচিশ হাজার টাকার জেলজরিমানা দন্ড ১৬ ই মার্চ প্রদান  করেন।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশে, কানাইয়ের টেক মোকসেদ মৃধা জেলা প্রশাসকের বিনা অনুমতিতে ফসলি জমির আকার পরিবর্তন করে বেকু দিয়ে মাটি কেটে বাড়ি ভরাট করার কথা বলে কদিন ধরে দেদারছে বেকু দিয়ে মাটি কেটে   বিক্রি করছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর নির্দেশে  উপজেলা সহকারী কমিশনার নিশাত ফারাবি সরজমিনে গাজীর টেক কানাই টেক মোড়ে মোকসেদ মৃর্ধাকে ফসলি জমির বেকু দিয়ে মাটি কাটার দৃশ্যমান দেখা ভ্রাম্যমান আদালত বসিয়ে মাটিকাটা ব্যক্তি মোকসেদ মৃধাকে ২৫ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন। 
এ সময় এক্সিকিউটিফ ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সহকারি রাসেল মুন্সী। 
চরভদ্রাসন থানার এসআই শেখ ফরহাদ। 
উপজেলা প্রশাসনে এ ধরনের অভিযান অব্যাহত রাখতে 
সুশীল সমাজ অভিমত দেখতে করছে।