ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহত ঘটনা নিয়ে পুলিশ সুপার আব্দুল জলিল সাংবাদিক সম্মেলনে জানান, পূর্বপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীসহ তিনজনকে আহত করার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মো: আব্দুল জলিল।
আরো জানা গেছে, গ্রেফতারকৃত পল্লব কুমার রায় (২০) । তিনি একই ইউনিয়নের বটপাড়ার পরিমল কুমার রায়ের সন্তান। মাদকাসক্ত পল্লব নেশার টাকা জোগাড়ের জন্য চুরি করতে গেলে দেখে ফেলায় তাদেরকে স্টিলের লাঠি দিয়ে আহত করে বলে প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ সুপার আব্দুল জলিল ।
তিনি আরো জানা, বাড়ির ভিতরে গেট থাকায় গাছদিয়ে বেয়েগাছে উঠে, নেমে চুরি ঘটনাকে ডাকাতি ঘটনা জড়িয়ে পড়ে। পুলিশ সুপার আরো জানান অধিক তদন্ত চলছে বলে উল্লেখ করেন।
গত শুক্রবার রাত আটটার দিকে ডুমাইনের পূর্বপাড়ার বসু বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আহতহন বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী কাকলী বসু (৬০) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫)। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্যামলেন্দু বসু আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সৌগত বসু।
পরের দিন সৌগত বসু অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মধুখালী থানায় একটি মামলা করেন।
পুলিশ সুপার আব্দুল জলিল সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে জানান ‘গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনায় জড়িতকে সনাক্ত করে শনিবার তাকে গ্রেফতার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।’
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহাম্মদ ইমরুল হাসান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।