ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে স্বীকৃতি পেলেন সালথা থানার ওসি মোঃ আতাউর রহমান। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেন তিনি।

বুধবার (২০ আগস্ট) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার (এসপি) মোঃ আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ  শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব, সাদিক আহমেদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি আতাউর রহমান সালথা থানায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখে আসছেন। তার কার্যকর নেতৃত্বে এলাকায় অপরাধ কমেছে উল্লেখযোগ্য হারে।

তার এ অর্জনে সালথা উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার মন্ডল। তার নেতৃত্বে একাধিক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।