ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার ( ২১ মাচ ) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর, পূব বাইপাস মোড় প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ সামনে জড়ো হন। এতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন। তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম উম্মাহর ঐক্য এবং নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ এবং ভারতের নাগপুরসহ বিভিন্ন অঞ্চলে মুসলিম নিপীড়ন বন্ধের দাবিতে স্লোগান দেন।
বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমান,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাএশিবিরের সাবেক রংপুর মহানগর সভাপতি মো: মাহমুদ হাসান, সাবেক পৌর:মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু, উপজেলা কেন্দ্রীয় মসজিদ ইমাম মাওলানা ওমর ফারুক প্রমূখ