দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনের বর্বরোচিত হামলার প্রতিবাদে, পবিত্র মাহে রমাদানে নৃশংসতা, কসাই নেতা নিয়াহুরহুর পদত্যাগের দাবি নিয়ে নিরীহ ফিলিস্তিনির উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, বন্ধের দাবিতে জামিয়া ইসলামিয়া মুজাফফর উলুম মাদ্রাসার মাঠ থেকে মুরাদনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করা হয়। নিরস্ত্র ফিলিস্তিন এর উপর হামলার প্রতিবাদে উপজেলার বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশে বলা হয়, পৃথিবীর বড় বড় মোড়ল গুলো আজ কোথায়? মানবতা পদদলিত, ফিলিস্তিনের মুসলমানদের উপর আগ্রাস চলছে, মানবতাবাদী পশ্চিমা গোষ্ঠীরা আজ কোথায়? তারা আজ নিশ্চুপ কেন? হায়রে মানবতা!!!মানব আজ বিপন্ন! মুসলমান নিধনে আজ তারা মহাযজ্ঞে মেতে উঠেছে। অথচ এই ফিলিস্তিন মুসলমানদের প্রিয় জন্মভূমি। এই ভূখণ্ড মুসলমানদের নিজস্ব ভূখণ্ড। যাযাবর ইসরাইলকে ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেয়া কি মুসলমানদের অপরাধ ছিল? যার মাশুল দিতে হচ্ছে আজ নিরীহ ফিলিস্তিনের মুসলমান শিশু মা আবাল বিদ্যাবনিতাকে। মানবতার বুলি যারা আওরাতেন গোপনে মুসলমানদের বিরুদ্ধে তারাই কি মদত দিয়ে যাচ্ছে? প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক গাজী ইয়াকুব উসমানী, মুরাদনগর শাখার আমির মুফতি আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবির ,এ সময় উপস্থিত ছিলেন মুফতি সাদিকুল ইসলাম, মুফতি আমির হোসেন, মুফতি আবু মুসা, হাফেজ আব্দুল বাশার, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা দিদারে এলাহী, মাওলানা মাহমুদুল্লাহ, আব্দুর রহমান আল মোজাফফর সহ আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।