২৩ জুন রোববার সকাল অনুমান ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এই দুর্ঘটনায় নিহত হবার খবর পাওয়া যায়নি।

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ফুলবাড়ী শহরের পশ্চিমে ভিমলপুর এলাকায়  ইফতি অটো রাইস ইন্ডাস্ট্রিজের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হন।

২৩ জুন রোববার সকাল অনুমান ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এই দুর্ঘটনায় নিহত হবার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে কথা হয় ফুলবাড়ী থানার এস. আই আবুল কালাম আজাদের সাথে।

তিনি জানান,বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।ড্রাইভার গাড়িটি ব্রেক করার চেষ্টা করলে ব্রেক না হওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বাসটিকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় নেয়া হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সিতে থাকা কর্তব্যরত চিকিৎসক ডাঃআব্দুর রউফ জানান,মোট ১৫জন রোগীকে আমরা পেয়েছি।সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রেফার করা হয়েছে।