ফেনীতে আলোচিত নাশিত হহত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ফেনীর একাডেমী আতিকুল আলম সড়কস্থ ফেনী গ্রামার স্কুলের আহ্নাফ আল নাশিত এর হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ফেনী শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা নাশিত হত্যাকাণ্ডে জড়িত তিন আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চান। ভবিষ্যতে আর যেন কোন শিক্ষার্থী এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সে পদক্ষেপ নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা। মানববন্ধনে ফেনী গ্রামার স্কুল, জিএ ফেনীতে স্কুলছাত্র নাশিত হত্যায় একাডেমি ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের শিক্ষার্থীরা অংশ নেন। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আশরাফ হোসেন তুষার (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের দেওয়ানগঞ্জের একটি ডোবা থেকে নিশাতের লাশ উদ্ধার করা হয় এবং তার সহযোগী মোবারক হোসেন ও ওমর ফারুককে গ্রেফতার করা হয়। তিনি বলেন, দাবিকৃত মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে নিশাতকে হত্যা করা হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে স্কুলছাত্র আহনাফের লাশ উদ্ধার করে পুলিশ। সে শহরের গ্রামার স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ও ছাগলনাইয়ার মাইন উদ্দিন সোহাগের ছেলে। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহতের বাবা।