গত ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ফেনীতে ১০ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল সহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিক্তিতে ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকপাচারের কাজে ব্যবহৃত শহরের পূর্ব প্রান্ত হতে আগত সিএনজি চালিত অটোরিকশাসহ তাদেরকে আটক করা হয়। ধৃত মাদক কারবারিরা হচ্ছেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম এলাকার আহমেদ করিমের ছেলে আমজাদ হোসেন (৩০), চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকার মো. রাজা মিয়ার ছেলে মো. আসাদ (৩০), একই এলাকার নুরুল ইসলামের মেয়ে মুক্তা বেগম (৩০) ও খাগড়াছড়ির রামগড় উপজেলার দক্ষিণ সদুর্কাবারী পাড়ার রুহুল আমিনের ছেলে মো. মহিউদ্দিন (৩০)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ফেনী সদর হাসপাতাল মোড় সংলগ্ন স্থানে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালায় ফেনীস্থ র্যাব-৭ এর সদস্যরা। এসময় ছাগলনাইয়া থেকে ফেনী শহরমুখি একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে ১ নারীসহ ৪ জনকে আটক করা হয়। একই সঙ্গে সিএনজি চালিত অটোরিকসাটিকেও জব্দ করা হয়। র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ফেনসিডিল ও গাঁজাসহ আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন জানান, র্যাবের হাতে মাদকসহ আটককৃতদের গ্রেফতার দেঝিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ।