ফেনীর ছাগলনাইয়া উপজেলা শহরে সিএনজি চালিত অটোরিকশা চালকের লাঠির আঘাতে মো. হারুন (৫৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা আড়াইটার দিকে উপজেলা শহরে এ ঘটনা ঘটে। পুলিশ প্রধান অভিযুক্ত সিএনজি চালিত অটোরিকশা চালক বেলাল হোসেন (৪৫) কে আটক করেছেন। আটককৃত বেলাল নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।দীর্ঘদিন সে ও তার ছেলে বাপ্পি ছাগলনাইয়া শহরে ভাড়া বাসায় থেকে সিএনজি অটোরিকশা চালাতেন।
প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক আবসার জানান, হারুন দীর্ঘদিন যাবত ফেনী-ছাগলনাইয়া সিএনজি রুটে ছাগলনাইয়া স্ট্যান্ডে লাইনম্যানের দায়িত্বে রয়েছেন। রবিবার বিকাল আড়াইটার দিকে সিএনজির সিরিয়াল নিয়ে চালক বেলালের সাথে লাইনম্যান হারুনের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে বেলাল ও তার ছেলে চালক বাপ্পি একজোট হয়ে হারুনকে লাঠি দিয়ে আঘাত করে। এতে হারুন মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হারুন ছাগলনাইয়া পৌর শহরের হাজীপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিক ঘটনায় অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক বেলাল হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং বাকি আসামিকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।