বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে জেসমিন আক্তার জুই (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১২ মার্চ) সকাল ১১টায় খন্দকার টোলা ফজলুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার জাহাঙ্গীর ইসলামের মেয়ে। ও প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। বাবা জাহাঙ্গীর ইসলাম ও চাচাতো ভাই তোফায়েল আহম্মেদ দ জানান, গত দেড় বছর আগে টিকটকের মাধ্যমে কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া এলাকার ফজর আলীর ছেলে নাহিদের সঙ্গে জেসমিন অক্তার জুইএর পরিচয় হয়। এরপর তাদের মাধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১ বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে জেসমিন আক্তার জুই শশুরবাড়ি ও বাবার বাড়ি দুই জায়গাই থাকে। লেখাপড়ার জন্য গত ১ সপ্তাহ হয়েছে শেরপুর বাবার বাড়িতে আসে। রোববার সকালে মা পাশের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে জেসমিন আক্তার জুই তার শয়ন ঘরে নিজের ওরনা গলায় পেঁচিয়ে গরের তীরের সঙ্গে ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকাল ১১টার দিকে তার বান্ধবী এসএসসি প্রস্তুতি কোচিংএ যাওয়ার জন্য তাকে ডাকতে আসে। পড়ে তার কোন সাড়া না পেয়ে ঘরের দরজা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে চিৎকার করে। পরে আত্মীয় স্বজনরা এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাতে মৃত ঘোষনা করে।   এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বিজয় বাংলাকে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।