বগুড়ায় সাজাপ্রাপ্ত এক মহিলা মাদক ব্যবসায়ী    বন্যা বেগম পেশাদার এক মাদক ব্যবসায়ী। তার বয়স যখন ১৮ বছর তখন থেকেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ২০১১ সালে হিলি সিমান্ত থেকে ফেন্সিডিল বহনের সময় পাঁচবিবি থানা পুলিশের হাতে ধরা পড়েন। মাদক আইনে মামলা দায়ের হয় বন্যার বিরুদ্ধে। সেই মামলার রায় হয়েছে গতবছর। তারপর থেকেই লাপাত্তা হয়ে যায় বন্যা। 
দেশের বিভিন্ন স্থানে নিজের নাম পরিচয় গোপন রেখে বসবাস করতে থাকেন। জুলাই বিপ্লবের সময় বিভিন্ন থানা আগুনে পুড়ে গেলে সে ভাবে তার রায়ের কাগজও হয়তো পুড়ে গেছে। দেশ স্বাভাবিক হলে বন্যা আবারও বগুড়ায় ফিরে আসে। তার স্থায়ী বাড়ি শহরের মালগ্রাম হলেও বসবাস শুরু করে শহরের অন্যপ্রান্ত নামাজগড় এলাকায়। পুনরায় চালিয়ে যেতে থাকে মাদক ব্যবসা। এবার বাধঁ সাধে বগুড়া সদর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির এর নির্দেশে এএসআই উজ্জ্বল হোসেন ফোর্স সহ অভিযান চালিয়ে বন্যাকে গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় নামাজগড় এলাকা থেকে গ্রেপ্তার করে।
সাজাপ্রাপ্ত আসামী হলো, বগুড়া শহরের মালগ্রাম এলাকার সাজু কসাইয়ের কন্যা ও সিরাজ মিয়ার স্ত্রী মোছাঃ বন্যা বেগম (৩৩)। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালতে এখনো ৫টি মাদক মামলা চলমান রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির সাংবাদিকদের  জানান, দন্ডপ্রাপ্ত আসামীর আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।