মঙ্গলবার(৮অাগস্ট) সকালে বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন এর নেতৃত্বে বরকল থানার একটি টিম মাঠে নেমেছে।

পাহাড়ে সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের কারণে রাঙামাটির বরকল উপজেলায় নিচু জায়গায় বসবাসরত অধিকাংশ গ্রামের বাড়িঘর ও ফসলী জমি বন্যায় তলিয়ে গেছে।এমনকি পাহাড় ধ্বস ও ভূমি ধ্বংসের আশঙ্কা রয়েছে।তাই দূর্যোগে প্রাণহানি শঙ্কা কমাতে পাড়ায় পাড়ায় গিয়ে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে বরকল থানা পুলিশ।

মঙ্গলবার(৮অাগস্ট) সকালে বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন এর নেতৃত্বে বরকল থানার একটি টিম মাঠে নেমেছে। এ ব্যাপারে ওসি নাছির উদ্দিন জানান,টানা বৃষ্টির কারণে বরকল উপজেলায় পাহাড় ধ্বস ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।তাই দূর্যোগ মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে বরকল থানা পুলিশ টিম মাঠ পর্যায়ে কাজ করছে।