বুধবার ৯ আগস্ট সকালে উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর(পিএসসি) এসব ত্রাণ সহায়তা বিতরণ করেন।

রাঙামাটি বরকল উপজেলায় অতিবৃষ্টির কারণে অধিকাংশ এলাকার মানুষ বন্যার কবলে পড়ে নাজেহাল অবস্থা।তাদের দূরাবস্থা দেখে বরকল ৪৫ বিজিবি জোনের আওতাধীন বিভিন্ন এলাকায়  বন্যায় কবলিত অসহায় পরিবারকে  খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে ৪৫ বিজিবি জোন। বুধবার ৯ আগস্ট সকালে উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়  বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর(পিএসসি) এসব ত্রাণ সহায়তা বিতরণ করেন। জানা যায়,বরকল জোন কমান্ডার এর নেতৃত্বে জোনের আওতাধীন এবং বিওপি ক্যাম্প কমান্ডার কর্তৃক করল্যাছড়ি,মাল্যছড়া বিওপি ক্যাম্প ও কলাবুনিয়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বন্যায় কবলিত ২৫ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী(চাল,ডাল,তৈল,লবণ,ডিম) বিতরণ করা হয়। 

জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর জানান,দায়িত্বপূর্ণ এলাকায় আপামর জনগণের মধ্যে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এর ভাবধারা তরান্বিত করার লক্ষ্যে বরকল ব্যাটালিয়ন(৪৫বিজিবি) নিরলসভাবে কাজ করে আসছে।সম্প্রতি পাহাড়ে অতিবৃষ্টির কারণে অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।তাই বরকল জোনের আওতাধীন  বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় পানিবন্দি পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তর সহ ক্যাপ্টেন জসিম বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় ভূমিধ্বসের কারণে বন্ধ হওয়া রাস্তা আমাদের বিজিবি সদস্য তা চলাচল উপযোগী করে দেয়।এছাড়াও এলাকার জনসাধারণকে বর্তমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্ক করার উদ্যোগ গ্রহণ করা হয়।ভবিষ্যতে বরকল জোন কর্তৃক এ ধরনের মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে ।