‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলায় বিএনপি'র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মুনির হোসাইন এর নেতৃত্বে এক বিশাল র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎৩ সেপ্টেম্বর, বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে হিজলা উপজেলা বিএনপি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে  মিছিল নিয়ে আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা ।

‎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও মুনির হোসাইন এর ছবি সংবলিত প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে অংশ গ্রহন করে বিএনপি প্রেমী কর্মীসমর্থকরা। আনন্দ মিছিলটি

‎উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে জনসভায় পরিনত হয়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো মাঠ।

‎উক্ত  সভায় সভাপতিত্ব করেন, হিজলা উপজেলা বিএনপি'র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মুনির হোসাইন ।

‎সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন তাই নির্বাচন নিয়ে কিছু কুচক্রী মহল নানা রকম ষরোযন্ত্র করে যাচ্ছে, এদের ষরোযন্ত্র রুখে দিয়ে ধানের শীষের পক্ষে বিজয় সুনিশ্চিত করতে হবে।

‎তিনি আরো বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)কে কোনো ষরোযন্ত্রই রুখতে পারেনি সামনেও পারবে না।তাই সকল কে ঐক্যবদ্ধ হয়ে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি চারণ করে সভার সমাপ্তি করেন।সভায় সঞ্চালনা করেন, মহসিন সিকদার, সভাপতি ছাত্রদল হিজলা উপজেলা।

‎সভায় আরো উপস্থিত ছিলেন,আমির হোসেন বাঘা

‎সদস্য সচিব,হিজলা উপজেলা যুবদল। মোঃ রোকনুজ্জামান খান উজ্জ্বল, সাবেক সভাপতি গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল। সহ বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।