মহান বিজয় দিবসে শহীদের স্মরণে উদযাপিত হয় বর্ণ্যাঢ্য আয়োজন।মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের স্মরণে কলেজের শহীদ মিনারের সামনে কুচকাওয়াজ প্রদর্শন করেন সাতকানিয়া সরকারি কলেজের বিএনসিসি'র ক্যাডেটরা।এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর আলমগীর হোসেন,উপাধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মোহাম্মদ আশিকুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মনছুরুল আলম এরশাদ।এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক,কলেজের কর্মচারীবৃন্দ,এক্স ক্যাডেট এসোসিয়েশনের সদস্যবৃন্দ,রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।উক্ত কুচকাওয়াজ এর কমান্ডার হিসেবে ছিলেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল মোঃ রিদোয়ান।উক্ত কর্মসূচিতে ফুটবলের আয়োজন করা হয়।এছাড়াও বক্তৃতা,কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। এরপর একেক করে অতিথিদের বক্তব্য দেওয়ার আহ্বান করা হয়।তাদের বক্তৃতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।এরপর দোয়ায়ে মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।