বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার এডমিরাল (অবঃ) খালেদ ইকবাল এনবিপি, বিএসপি, এনডিসি, পিএসসি, "স্টার্ট আপ ব্লু" আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ফ্যাকাল্টি অব মেরিটাইম বিজনেস স্টাডিজ এর ডীন কমোডোর নিয়ামুল হাসান সহ বিশ্ববিদ্যালয়টির অন্যান্য অনুষদের ডীন, এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টার্ট আপ ব্লু" উদ্যমী শিক্ষার্থীদের বিজনেস আইডিয়াকে বাস্তবে রুপান্তর করার যাবতীয় সহায়তা এবং উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। "স্টার্ট আপ ব্লু" এর সার্বিক তত্বাবধায়ক ও মেন্টর হিসেবে দায়িত্বরত আছেন অধ্যাপক মোহাম্মদ নাজির হোসাইন এবং ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ওয়াহিদুল শেখ। তাদের সুদুর প্রসারী দৃষ্টিভঙ্গি ও দিক নির্দেশনায় এই প্লাটফর্ম এর সকল কার্যক্রম সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহন করবে বলে শিক্ষার্থীরা আশাবাদী।
"স্টার্ট আপ ব্লু" এর সার্বিক কর্মকাণ্ডে বি এস এম আর এম ইউ বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাব সর্বাত্নক সহযোগিতা প্রদান করাতে কার্যক্রম সমূহ আরো বেগবান হচ্ছে, এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা পরিলক্ষিত হয় এবং সকলেই উচ্ছসিত হয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছে।