বাংলাদেশ আরবান ইয়ুথ কাউন্সিল নেটওয়ার্কের এক্সিকিউটিভ কো-অর্ডিনেশন বোর্ড ২০২৫ কমিটি অনুমোদন

বাংলাদেশের চারটি সিটি কর্পোরেশনে গঠিত হয় চারটি নগর যুব কাউন্সিল।কাউন্সিলগুলো হলো যথাক্রমে ময়মনসিংহ নগর যুব কাউন্সিল, রংপুর নগর যুব কাউন্সিল, রাজশাহী নগর যুব কাউন্সিল ও নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিল। উক্ত সিটি কর্পোরেশনগুলো তে যুব কাউন্সিলগণ তরুণদের ভোটে নির্বাচিত হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করছেন। উক্ত নগর যুব কাউন্সিল Un-habitet এর অর্থায়নে সিরাক বাংলাদেশ বাস্তবতায় করে।চার সিটি কর্পোরেশনের যুবদের ভোটে নির্বাচিত যুব কাউন্সিলবৃন্দ থেকে গঠিত করা হয় বাংলাদেশ আরবান ইয়ুথ কাউন্সিল নেটওয়ার্ক । বাংলাদেশ আরবান ইয়ুথ কাউন্সিল নেটওয়ার্কের এক্সিকিউটিভ কো-অর্ডিনেশন বোর্ড ২০২৫ এ নেটওয়ার্ক সভাপতি এস এম সৈকত (যুব উপদেষ্টা, আন্তর্জাতিক যুব নীতি ও SERAC-বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ আরবান ইয়ুথ কাউন্সিল নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা, স্বাস্থ্য অধিকার, যুব-বান্ধব পরিষেবা এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নতির বিষয়ে উদ্যোগের নেতৃত্ব দেন।), নেটওয়ার্ক সাধারণ সম্পাদক লুতফা পাঠান (SERAC-বাংলাদেশের প্রোগ্রাম অফিসার এবং বাংলাদেশ আরবান ইয়ুথ কাউন্সিল নেটওয়ার্কের সমন্বয়ক) এছাড়াও সদস্যবৃন্দ হলেন সুমাইয়া রহমান (খুলনার অন্তর্বর্তীকালীন কো-অর্ডিনেটর, SERAC-বাংলাদেশ), মোহাম্মদ রিয়াদ (ময়মনসিংহ নগর যুব কাউন্সিলর), তাকিয়া ইসলাম আঁখি (ময়মনসিংহ নগর যুব কাউন্সিলর), ইরম আজমাইন মুগ্ধ (রাজশাহী নগর যুব কাউন্সিলর),খুরশিদা খাতুন (রাজশাহী নগর যুব কাউন্সিলর),মোঃ মোজাম্মেল হক (রংপুর নগর যুব কাউন্সিলর), মোঃ মোজাম্মেল হক (রংপুর নগর যুব কাউন্সিলর), মোঃ সানে সরকার ( নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলর), নাসিমা সরদার নিঝুম (নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলর)