বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের উপজেলা মোড় সংলগ্ন দিশা টাওয়ারে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস  কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ আরিফুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী। 
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী, বাংলাদেশ খোলফত মজলিস কুষ্টিয়া জেলার প্রধান উপদেষ্টা মাওলানা ইব্রাহীম হুসাইন কাসেমী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মোঃ সিরাজুল হক, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দার, ডিবিসি নিউজ ও সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা, যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি  রুহুল আমিন বাবু, গণকন্ঠ স্টাফ রিপোর্টার মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ, বার্তা-২৪ স্টাফ রিপোর্টার এস এম জামাল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শ্রমিক নেতা, জেলার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ ও সাংবাদিকবৃন্দ। এদিকে ইফতার মাহফিলে বক্তারা ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের উপর হামলার প্রতিবাদ জানান, এছাড়াও রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনার পাশাপাশি সৌহার্দ্যের সম্পর্কে অটল থেকে দেশকে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।