খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলতে ব্যাপকভাবে মাঠে ময়দানে কাজ করে চলেছে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদর শাখার আয়োজনে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর কমিটির দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২মে ২০২৫) সকাল ৯টায় কুষ্টিয়া মডেল মসজিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদর সভাপতি মাওলানা মুফতী বশির উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির বায়তুল মাল (কোষাধ্যক্ষ) সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার সভাপতি ও প্রবীণ শায়খুল হাদীস আল্লামা আব্দুল লতিফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আরিফুজ্জামান, বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদর উপজেলা সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা মোমিনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদরের ইউনিয়ন, পৌরসভা ও থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এসময় বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও আগামীর সাংগঠনিক পথচলা কিভাবে আরও গতিশীল করা যায়,এ-বিষয়ক নানান এজেন্ডা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা দাবি জানান যে, এখন ইসলামি দলগুলোর ঐক্যের সুবাতাস বয়ে চলেছে, সুতরাং এই ঐক্যের মধ্যে যাতে কোনপ্রকার ফাটল সৃষ্টি না হয়, সেজন্য সম্মিলিত যেকোনো কাজের ব্যাপারে পরামর্শ হওয়াটা অতিব জরুরী।
উল্লেখ্য যে,আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক ও দেশপ্রেমিক দলসমূহের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে ঐকমত্য পোষণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামি ঐক্যজোট প্রমুখ সমমনা ইসলামি দলগুলো।এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী নির্বাচনে ইসলামী দলের একটি বাক্স করার বিষয়ে ইসলামি দলগুলোর সাথে যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত করা হয়।