পটুয়াখালীর বাউফলে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।সাইদুর রহমান মৃধা ও ইব্রাহিম মোল্লার আয়োজনে গতকাল শুক্রবার সন্ধা ৬টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাঠে খেলা উদ্বোধন করেন তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির সভাপতি শাহানুর রহমান বাচ্ছু।উদ্বোধনী খেলায় নিমদী তেঁতুলিয়া এক্সপ্রেস ক্লাব ও লায়ন স্পোর্টিং ক্লাব অংশ নেয়।খেলায় নিমদী তেঁতুলিয়া এক্সপ্রেস ক্লাব ০-১ গোলে লায়ন স্পোর্টিং ক্লাব হারিয়ে শুভ সূচনা করে।এ সময় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফরিদ তালুকদার, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুবেল তালুকদার, ব্রাইট ক্যারিয়ার সার্ভিস লিমিটেড এর ব্যনস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, এ এম আর ওভারসিজ লিমিটেড এর চেয়ারম্যান রিয়াজ আকন, অরটেক্সট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ খান, বাবলু মৃধা, মনিরুল ইসলাম হাওলাদার, হাসান মল্লিক প্রমূখ উপস্থিত ছিলেন।