রোববার সকাল থেকে বিশ^বিদ্যালয়ের ভিতরে দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো হলো-আবাসিক হল, একাডেমিক ভবন ও প্রিপ্রেয়ারড ল্যাব। শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত উন্মুক্ত বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করেও দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা এ আন্দোলনে নামেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রধান ফটকে তালা দিয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে ফুড সাইন্স এন্ড নিউট্রিশনের শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে বিশ^বিদ্যালয়ের ভিতরে দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো হলো-আবাসিক হল, একাডেমিক ভবন ও প্রিপ্রেয়ারড ল্যাব। শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত উন্মুক্ত বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করেও দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা এ আন্দোলনে নামেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরেই ছিলেন এবং যারা বাহিরে ছিলেন তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মইনুল ইসলামের সাথে সাক্ষাত করে তাদের দাবিগুলো উপস্থাপন করেন। পরে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস না পেয়ে তারা বিশ^বিদ্যালয়ের মূল ফটকে এসে পুর্নরায় বিক্ষোভ শুরু করেন। এতে তানভীর ইসলাম শুভ, মিনহাজ উদ্দিন, মিরাজ হোসেন, আব্দুল্লাহ আল আজম, মিরাজুল হক, সজীব মিয়া, হেলাল হোসেনসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ৫টি ব্যাচ চলমান। কোর্স সম্পৃক্ত ন্যার্য দাবি নিয়ে প্রথম ব্যাচ থেকেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মনীতি অনুসারে আবেদন জানিয়েছেন।কিন্তু বার বার আবেদনগুলো কিছু অসাধু শিক্ষক ও কর্মকর্তাগণ তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে কোন ধরনের আলোচনা ছাড়াই নিজস্ব ক্ষমতাবল প্রদর্শনে সকল দপ্তর থেকে ফেরত পাঠিয়েছে এবং তাদের সকল কার্যক্রমের সবই ছিল একাডেমিক শিক্ষার্থীদের বিপক্ষে। তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।