ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে গত ২ জানুয়ারি মধ্যরাতে ঢাবি শিক্ষার্থীদের মিছিলের পর থেকেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে। এরই ধারাবাহিকতায় ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ স্টুডেন্ট ইউনিয়ন (বাকসু) নির্বাচন নিয়ে সরব হয়েছে বিএম কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা বাকসু নির্বাচন নিয়ে বেশ সক্রিয় দেখা গেছে। ঐতিহ্যবাহী এই কলেজে সর্বশেষ বাকসু নির্বাচন হয়েছিল ২০০২ সালের আগস্টে। এরপর ২০১১ সালে তিন মাসের জন্য অস্থায়ী কর্মপরিষদ গঠন করা হলেও পূর্ণাঙ্গ নির্বাচন আর হয়নি। জুলাই গণ-অভ্যুত্থানের পর এবার শিক্ষার্থীরা সরাসরি বাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সদস্য সচিব এবং বিএম কলেজের শিক্ষার্থী সাহাদাত হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে জাতীয় নির্বাচনের আগেই ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্য ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই।বিএম কলেজের আরেক শিক্ষার্থী এস এম রাজু বলেন, নতুন নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। আমরা সমমনা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। নির্দলীয় সরকারের আমলে যেন এই নির্বাচন হয়, তা নিশ্চিত করা প্রয়োজন। বাকসু নির্বাচন প্রসঙ্গে ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম জানান, বর্তমানে দেশে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কাজ চলছে। তবে সরকার থেকে এখনো বাকসু নির্বাচনের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের মতে, ঐতিহ্যবাহী এই কলেজে নতুন নেতৃত্ব গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এই দাবি বাস্তবায়নের জন্য কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।