বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে’ শুক্রবার (৪ জুলাই) রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের জিম্মি করে বেঁধে রেখে প্রায় ১ কোটি ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ১৫-২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। প্রথমে নিরাপত্তা কর্মীদের বেঁধে ফেলার পর, চারজন শ্রমিককেও জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা গুদামে ঢুকে এ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন ও বৈদ্যুতিক তার ১ টন দুটি ট্রাকে তুলে নেয়। প্রায় আট ঘণ্টা ধরে চলা এই ডাকাতি শেষে তারা রাত ৪টার দিকে স্থান ত্যাগ করে।
হ্যামকো গ্রুপের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো: সিদ্দিকুর রহমান জানান, দুই দিনের ছুটি থাকায় কারখানার কার্যক্রম বন্ধ ছিল। এই সুযোগে ডাকাতদল রাতভর নির্বিঘ্নে অপারেশন চালায়।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।