বাবুগঞ্জ উপজেলা পুকুর থেকে ব্যাগ ভর্তি ৫ টি অস্ত্র উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার খানপুরা রহমতপুর ইউনিয়ন পরিষদের পিছনের খান বাড়ির পুকুরের পূর্ব দিক থেকে ব্যাগ ভর্তি ওই অস্ত্র উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় , দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার ছলে পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় খান বাড়ীর লোকজন বিষয়টা দেখতে পেয়ে দ্রুত পুলিশেকে খবর দেয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন,স্থানীয় লোকজন অস্ত্রগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমাদের টহল পুলিশের একটি টিম গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।