বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৩০ টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।


বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান-এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফারুক আহমেদ।

এ সময়ে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে শারীরিক ও মানসিক কিছু নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা প্রশাসন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন,বাবুগঞ্জ বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফউদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।