বালু ও মাটি সন্ত্রাসীরা এটিকে তাদের পৈত্রিক সম্পওি মনে করে ফুলগাজীতে জেলা প্রশাসক

জুলাই বিপ্লবের পরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।  তবে কিছু কিছু সন্ত্রাসী অবৈধভাবে বালু উত্তোলন এবং শীতের মৌসুম এলে মাটি কাটায় লিপ্ত হয়। তারা মনে করে বালু এবং মাটি তাদের পৈত্রিক সম্পত্তি। এ ব্যাপারে আমাদের কঠোর অবস্থান রয়েছে। যে কেউ এহেন কাজে সম্পৃক্ত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের ছড়াছড়ি সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন, পরিবার থেকে মাদক নির্মূলে সোচ্চার হতে হবে। অভিভাবকরা তাদের সন্তান কি করে, কোথায় যায়, কার সাথে চলাফেরা করে আপনাকেই খোঁজ রাখতে হবে। ফুলগাজীতে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে আইনশৃংখলা রক্ষায় মতবিনিময় সভায় এসব কথা বলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এসময় তিনি আরো বলেন, গেল ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পুর্নবাসন করার লক্ষ্যে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। অলরেডি বাসস্থানের কার্যক্রম চলতেছে। মানুষ চায় নিরাপত্তা, নিশ্চিত জীবন-যাপন, তাদের সুরক্ষা করাই সরকারের প্রধান কাজ। স্থানীয় ইউপি কার্যালয়গুলোতে মানুষের সেবা প্রদানে কোন রকম অনিয়ম যেন না হয়, মানুষ যেন নিরদ্বিধায় সেবা পায় সেদিকে খেয়াল রাখতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সাংবাদিকরা যেকোন অনিয়ম তাদের লেখনির মাধ্যমে তুলে আনবেন। এতে কেউ বাঁধা প্রদান করতে পারবেনা। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে ফেনী জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক সাইফুল ইসলাম উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, সুশীল সমাজের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় এসব কথা বলেন। মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের ব্যক্তিরা ফুলগাজীর দুঃখ মুহুরী এবং কহুয়া নদী। এ নদী প্রতিবছরই ফুলগাজীর মানুষকে কাঁদায়। নদীর স্থায়ী বাঁধ নির্মানে যথোপযোগী পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানান। সে সাথে মাদক নির্মূল ও চুরি রোধে প্রশাসনের দৃশ্যমান কর্মকান্ড চান তারা।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে ও সমবায় অফিসার মুরাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন এসপি সার্কেল নোবেল চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসিয়াত আকতার, ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত মেজর সানজিদ ইমরান সাব্বির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খুরশিদ আলম, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াহিদ পারভেজ, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল ইসলাম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবদুল মতিন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক গোলাম রসূল গোলাপ, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম রসূল, ছাত্রদলের আহবায়ক মোঃ ইউছুফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, ছাত্র প্রতিনিধি আবদুর রহিম বাবু, ওমর ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজ, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।