জামালপুরে আজ এক বিশেষ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল শিশু ও কিশোরদের বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করা। জেলা শিশু কল্যাণ এডভোকেসি নেটওয়ার্ক-এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জামালপুর এরিয়া প্রোগ্রাম, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এই আয়োজনটি বাস্তবায়িত হয়। "শিক্ষার সর্বোত্তম সুরক্ষায় আমাদের অঙ্গীকার"
"আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত – বাল্যবিবাহকে না বলুন"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,পিপিএম-সেবা।এসম তাঁরা উভয়েই বাল্যবিবাহ ও মাদক নির্মূলের প্রয়োজনীয়তা এবং ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় সকলের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিশুরা যেন নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে বড় হতে পারে, সেটি নিশ্চিত করতে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন।”
অনুষ্ঠানের অংশ হিসেবে, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া, জামালপুর ভেন্যুতে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।
পরে, উপজেলা প্রশাসন আয়োজিত জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি এর সভাপতিত্বে "রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার" এই প্রতিপাদ্যে একটি সচেতনতামূলক র্যালি, মশক নিধন অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম কর্মীবৃন্দ।