নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিল বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে পেছন থাকা একটি যাত্রীবাহী বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষ হয় এবং মাইক্রোবাস টি দুমড়ে মুছে যায়। এসময় মাইক্রোবাসের যাত্রী ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম নিহত হয় । তারা ফরিদপুর থেকে মাইক্রোবাসে চড়ে ঢাকা যাচ্ছিল। মৃতদেহ দুটি হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে।