বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে মাধবপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন ২০২৫, রবিবার, মাধবপুর উপজেলার হাইওয়ে ইন -এর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের করণীয় নিয়ে আলোচনা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ হুমায়ুন, ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ সেলিম ও তারুণ্যের প্রতীক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল আজিজ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান সোহাগ, চেয়ারম্যান পারভেজ চৌধুরী, খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরুজ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। সভায় দলের সার্বিক সাংগঠনিক প্রস্তুতি, ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন, জনসম্পৃক্ততা বাড়ানো এবং ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।