বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। ৭ জানুয়ারি রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে মো. সাহেদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. নাহিদ আল হাসান নির্বাচিত হয়েছেন। এর আগে সাহেদ খান শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং নাহিদ আল হাসান ছিলেন অফিস সম্পাদক। তাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। মো. সাহেদ খান বিএম কলেজের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং মো. নাহিদ আল হাসান মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।