সুনামগঞ্জ সীমান্তে নিয়মিত অভিযানে কোটি কোটি টাকার ভারতীয় গরু, চিনি, ফুসকা শাড়ি সহ কসমেটিকস সামগ্রী জব্দ করে আসছে বিজিবি টিম। এরই ধারাবাহিকতায় অভিযানে ব্যতিক্রম একটি চমক দেখিয়েছে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।
অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও পোষা প্রাণীর ঔষধ আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনী ও বিজিবি বিশেষ অভিযান চালিয়ে জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।
এসময় ১৮ হাজার ৯ শত ৭৭ পিস ভারতীয় কসমেটিক্স এবং ১৪ হাজার ৮৭২ পিস কুকুর ও বিড়ালের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
আটককৃত এসব ভারতীয় মালামালের মূল্য এক কোটি বাষট্টি লক্ষ সত্তর হাজার তিপ্পান্ন টাকা।
শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি'র সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির আজ দুপুরে প্রেস বিজ্ঞাপ্তিতে জানান , ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত কাভার্ড ভ্যানসহ সকল পণ্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।