চন্দনাইশে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচ এসএসসি ১৯৯২ সালের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এসো মিলি ঐকতানে- প্রিয় বিদ্যাপীঠ "কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় 'বন্ধুত্বের পুনর্মিলনী উৎসব- ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দিনব্যাপী বিদ্যালয়ের হল রুমে বর্ণাঢ্য আয়োজনে ৯২ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

দিনভর নানান আয়োজনেট মধ্যে ছিল পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, গুণীজন সংবর্ধনা, দোয়া মাহফিল।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম এ কাশেম, এম মাহবুব চৌধুরী প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ(মরোণোত্তর) ও শামসুল ইসলাম, তৎকালীন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মাস্টার আশুতোষ দত্ত(মরণোত্তর), দিলিপ চৌধুরী (মরণোত্তর), প্রতিষ্ঠাকালীন প্রাক্তন ও বর্তমানে কর্মরত শিক্ষকমন্ডলী আবদুল হান্নান(মরণোত্তর) 
বাবু সমীরণ বড়ুয়া, অমল কান্তি দে, মোঃ রফিক আহম্মাদ,সেলিনা আখতার, শান্তিপদ আচাৰ্য্য কে সম্মাননা স্বারক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। ৯২ ব্যাচের শিক্ষার্থী জাহেদুল হকের সভাপতিত্বে উদ্বোধন করেন একেই ব্যাচের শিক্ষার্থী ফারুক বাহদুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) কাদের মাহমুদ চৌধুরী, শাহেদ সাকি, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া। এসময় ৯২ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে দিনভর ছাত্রজীবনে ডুবে ছিলেন।