রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে সিরাজদিখান থানার পুলিশ তাকে ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকা থেকে আটক করে। গ্রেফতারকৃত মীর মোশাররফ হোসেন সুমন (৪৬) উপজেলার ইছাপুরা গ্রামের মীর আব্দুস সাত্তারের ছেলে। তিনি সাবেক ছাত্রনেতা এবং সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “৫ আগস্ট সিরাজদিখান থানায় দায়েরকৃত একটি ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।”
এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মীর সুমনের অনুসারীরা এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তবে পুলিশ বলছে, মামলার তদন্ত এখনো চলমান রয়েছে এবং সবকিছু আইন অনুযায়ীই হচ্ছে।