মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের ষাড়েরগজ চৌমুহনায় দি ওয়ার্ল্ড প্রফেট ইসলামী একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার (৮ জুলাই) ২০২৫ ইং সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চক্ষু ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে।
এতে মোট ২১২ জন নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ৬২ জন রোগীকে ফ্রি চশমা দেওয়া হয় এবং ৪৫ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
বিনামূল্যে এই সেবা পেয়ে রোগীরা আনন্দ প্রকাশ করেন ও বলেন— "আমরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতাম না। বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা কৃতজ্ঞ ও আনন্দিত।"
ক্যাম্পেইন এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা। ক্যাম্পইন পরিচালনায় সহায়তা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ চক্ষু সার্জনদের একটি দল।
ক্যাম্পের সিনিয়র অর্গানাইজার মোঃ আশিক সরকার বলেন, "ইস্পাহানী চক্ষু হাসপাতালের অভিজ্ঞ সার্জন ও টিমকে নিয়ে আমরা ছানি অপারেশনসহ চোখের নানা রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকি।"
উক্ত ক্যাম্পেইন এর তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন (দিলু), মাওলানা আফসারুল হক রনি ও কবি, গীতিকার এবং সাংবাদিক পারভেজ হাসান।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন—ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য নাঈম মিয়া, মোঃ তারেক আহমেদ, মোঃ জাকির রানা, জাহিদ হাসান জয়, সামিয়া আক্তার প্রিয়া প্রমুখ।