কারো মৃত্যুর খবর পেলেই ঘোড়া নিয়ে ছুটে যেতেন কবর খননের উদ্দেশ্যে। চলার সঙ্গী প্রিয় ঘোড়ার মৃত্যুর শোক কাটতে না কাটতেই মৃত মানুষের শেষ ঠিকানা কবর খননের মহান কারিগর মনু মিয়া (৬৭) আর নেই। শনিবার (২৮ জুন) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর। মহান মানুষটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর জয়সিদ্ধি কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।