স্থানীয় জনসাধারণ নিকট জানতে চাইলে তারা বলেন জনসাধারণ সম্পৃক্ত ব্যবহারযোগ্য সকল পণ্যগুলি বাজারজাত করার পূর্বে বিধি মোতাবেক সরকারের আইন মেনে কাজ করা উচিত।

দিনাজপুর বিরামপুরে সরকার কে ফাঁকি দিয়ে গড়ে ওঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান দেখার কেহ নাই মর্মে অভিযোগ উঠেছে। গত (২৯ জুলাই-২০২৩) বিরামপুর উপজেলা শহরের বেশ কিছু স্থানে সরকার কে ফাঁকি দিয়ে গড়ে ওঠেছে অনেক প্রতিষ্ঠান দেখার কেহ নাই মর্মে জনসাধারণ কতৃক অভিযোগ উঠেছে। উক্ত বিষয়ে উপজেলার বিভিন্ন স্থানের ন্যায়,শিমুলতলী,কলাবাগান,বকুলতলা মোড়,শাল বাগান,কলেজ বাজার সহ শহরের বেশ কিছু স্থানে সরকারকে ফাঁকি অবৈধ ভাবে গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান।

উক্ত প্রতিষ্ঠান গুলোর কার্যক্রম জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী তৈরি করা। উল্লেখ্য বিশেষ করে উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমে জানা যায় বিভিন্ন আইটেমের পণ্য সামগ্রী তৈরি করছে। যার মধ্যে পাওয়া যায় অটো ভ্যানের প্লাস্টিক বিয়ারিং যাহা বাড়িতে সাধারণ মেশিনে তৈরি করে বাজার জাত করে থাকেন। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মেয়েদের ব্যবহৃত ন্যাপকিন। যাহা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমতি পত্র বিএসটিআই অনুমোদিত কাগজপত্র সহ হাতের ছোঁয়া ছাড়াই মেশিনের সাহায্যে তৈরি করা বোশক বলে জানিয়েছেন সংশ্লিষ্টগণ। সংশ্লিষ্টগণের মতে হাতের ছোঁয়া ছাড়াই শুধু মেশিনের সাহায্যে করতে হবে।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমতিপত্র গ্রহণ করা আবশ্যক থাকলেও তারা লোক আড়ালের মাঝে উক্ত পণ্যগুলি তৈরি করে নিয়মিত ভাবে বাজার জাত অব্যাহত রেখেছেন বলে জানা যায়। উক্ত পণ্য গুলো প্রতিনিয়ত পাইকারি ও খুচরা বিক্রয় চলমান রেখেছেন বলে জানা যায়। স্থানীয় জনসাধারণ নিকট জানতে চাইলে তারা বলেন জনসাধারণ সম্পৃক্ত ব্যবহারযোগ্য সকল পণ্যগুলি বাজারজাত করার পূর্বে বিধি মোতাবেক সরকারের আইন মেনে কাজ করা উচিত। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জোর দাবি জানান।