সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে সংযোগ সেতুর একটি অংশ ভেঙে পড়ে গেছে। দুর্ঘটনাটি ঘটেছে ১৯ মে ভোররাতে, আনুমানিক সাড়ে ৪টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী ট্রাক সেতুর ওপর দিয়ে পার হওয়ার সময় সেতুর পশ্চিম পাড়ের স্টিলের অংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে ট্রাকটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বহুদিন ধরেই সংযোগ সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তারা দ্রুত সেতুটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানিয়েছেন, সেতুটি দ্রুত মেরামত না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।