বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে "সুন্দরবনকে ভালোবাসুন" প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট প্রেস ক্লাব ও রূপান্তরের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

আজ সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সুন্দরবন সংরক্ষণ ও পরিবেশ রক্ষার গুরুত্ব নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা সুন্দরবনের ভূমিকা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বন সংরক্ষণ এবং বননির্ভর জনগোষ্ঠীর টেকসই জীবনযাত্রা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন রূপান্তরের প্রতিনিধি খন্দকার জিলানি হোসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইয়ামিন আলী, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী আকবর টুটুল, জাতীয়তাবাদী মহিলা দলের বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক ইভা আক্তার, এটিএন বাংলার বাগেরহাট প্রতিনিধি আমিনুল ইসলাম বাবু, যুব কর্মী